Digital Marketing Services
cash on delivery

ডিপজলের ছেলের বিয়েতে চড় খেয়ে ওমর সানীকে পিস্তল ঠেকালেন জায়েদ


sani zaide
cash on delivery

চিত্রনায়ক ওমর সানীকে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। শুক্রবার (১০ জুন) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনাকে মিথ্যা দাবি করেছেন জায়েদ খান। প্রথম আলোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন চলচ্চিত্রশিল্পী সংবাদমাধ্যমটিকে বলেন, “যত দূর জানতে পেরেছি, মৌসুমীর সঙ্গে নাকি জায়েদ খান খারাপ আচরণ করেছে। এ ঘটনায় জায়েদ খানের ওপর বিরক্ত ছিলেন ওমর সানী।”

এ বিষয়ে ডিপজলের কাছে বিচারও দিয়েছিল বলে শুনেছেন তারা। ডিপজল বলেছিলেন, “থাক, বাদ দাও। মারামারি করার দরকার নাই। মৌসুমীকে আর কোনো ডিস্টার্ব করবে না জায়েদ। মৌসুমীর কাছেও যাবে না।”

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী আরও বলেন, “ওমর সানী ডিপজলের এমন সমাধান মেনে নিতে পারেননি। তাই জায়েদ খানকে কয়েক দিন ধরে খুঁজছিলেন। ধরেই নিয়েছিলেন, ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদকে পাওয়া যাবেই। অনুষ্ঠানে ওমর সানী ঢুকেই সরাসরি জায়েদ খানকে চড় মারেন। তখন ডিপজলসহ চলচ্চিত্রের কয়েকজন অভিনয়শিল্পী সোফায় বসা ছিলেন।”

চড় মারার সময় জায়েদকে উদ্দেশ করে ওমর সানী বলেন, “তোরে (জায়েদ) না নিষেধ করছি, আমার বউরে (মৌসুমি) ডিস্টার্ব করবি না। কোনো ফাজলামি করবি না। অসম্মান করে কথা বলবি না।”

এ সময় জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলেন, “গুলি করে দেব।” ওমর সানী পাল্টা জায়েদ খানকে বলেন, “গুলি তোর …(প্রকাশ অযোগ্য)। তুই আমারে চিনস, আমি ওমর সানী।”

জায়েদের পিস্তল বের করা দেখে ডিপজল উঠে দাঁড়িয়ে বলেন, “এই, আমার বিয়ের অনুষ্ঠান। এত বড় অনুষ্ঠান। এত মানুষ, এসব কী।” এরপর ওমর সানীকে ডেকে ডিপজল বলেন, “খাইয়া যাবা না?” সানী বলেন, “আমার মাথা গরম। আমি খাব না।” এরপর গাড়ি চালিয়ে বের হয়ে যান ওমর সানী। আধা ঘণ্টা পর জায়েদ খানও বের হয়ে যান।”

ঘটনার ব্যাপারে চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক ডিপজল সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “ওই একটু ধাক্কাধাক্কি হয়েছে দুজনের মধ্যে, এইটুকুই।”

আপনি তা মীমাংসা করে দিয়েছেন? কী কারণে এ ঘটনা ঘটেছে এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, “আমি এসব জানি না। এসবে আমার কিছু বলার ইচ্ছা নাই। বলতেও চাই না।”

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রথম আলোকে জানান, পিস্তল বের করে ওমর সানীকে গুলি করার হুমকি দেওয়ার সময় চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।

সুত্র: প্রথম আলো


Facebook Boost Service

[প্রিয় পাঠক, আপনিও ভেল্কি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন- [email protected] -এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

Related Post