পবিত্র মাহে রমজানের চাঁদ জাপানে দেখা যায়নি
জাপানে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল শনিবার থেকে জাপানে রোজা শুরু হচ্ছে না।
শনিবার দিবাগত রাতে তারাবি নামাজ আদায় করা হবে এবং ওই রাতের শেষ প্রহরে সেহরি খেয়ে ৩ এপ্রিল প্রথম রোজা হবে জাপানে।
মুসলিম দেশগুলোর সমন্বয়ে জাপান চাঁদ দেখা কমিটির (রুইয়াতে হেলাল জাপান) ঘণ্টাব্যাপী বৈঠক শেষে শুক্রবার এ সিদ্ধান্ত জানানো হয়।
বৈঠকে মালয়েশিয়ার জাতীয় চাঁদ দেখা কমিটির সঙ্গে যোগাযোগ করে এই সিদ্ধান্তের কথা জানান রুইয়াতে হেলাল জাপানের অন্যতম মুখপাত্র হাফেজ আলাউদ্দিন।


For all latest news, follow The Velkinews Google News channel.