Digital Marketing Services
cash on delivery

সেন্সর হয়নি, আটকে যেতে পারে ‘বর্ডার’


Border
cash on delivery

সীমান্তবর্তী এলাকার কিছু মানুষের জীবনচক্র নিয়ে সিনেমা ‘বর্ডার’। পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্র গতকাল সোমবার সেন্সর বোর্ডের সদস্যরা দেখেন। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে ছাড়পত্র দেননি। এখন ছবিটি দেখবেন সেন্সর বোর্ডের চেয়ারম্যান। তারপর ছাড়পত্র দেওয়া না–দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।

তবে সেন্সর বোর্ডের সদস্যরা যাঁরা ছবিটি দেখেছেন, তাঁদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় রকমের সংশোধনী আসতে পারে ছবিটিতে। সে ক্ষেত্রে ছবির অনেক জায়গায় নতুন করে আবার শুটিং করা লাগতে পারে। ধারণা করা হচ্ছে, চূড়ান্তভাবে সেন্সর বোর্ডে আটকে যেতে পারে।

সেন্সর বোর্ডের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, বেশ কিছু জায়গায় ছবিটির ত্রুটি দেখা গেছে। সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে বিজিবি। ছবিতে সেখানে পুলিশ দেখানো হয়েছে। ছবিতে খোলাখুলিভাবে ঘুষ-দুর্নীতির বিষয়টি। তা ছাড়া ভিনদেশ থেকে সন্ত্রাসীদের বাংলাদেশে ঢুকে খুন জখম করার ব্যাপারটিও আছে। ছবিতে একজন গডফাদারকে দেখানো হয়েছে, যাঁর হাতে মন্ত্রী ও এমপি জিম্মি থাকেন। এসবসহ সংলাপেও কিছু সমস্যা আছে।

সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস বলেন, ‘সেন্সর বোর্ডে স্বরাষ্ট্র, আইন ও তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও ছবি দেখেন। এই ছবি দেখে তাঁরা অনেকগুলো জায়গায় অবজারভেশন দিয়েছেন। আমার কাছে ছবির বেশির ভাগ জায়গায় সমস্যা মনে হয়েছে। কিছুটা দেশের জন্য বিপজ্জনক মনে হয়েছে। সরকারি বা বেসরকারি যে কোনো সেক্টরের গল্প যদি সিনেমার অংশবিশেষ হয়, অবশ্যই সেই সেক্টর সম্পর্কে গবেষণা করেই সিনেমার গল্পে তা উপস্থাপন জরুরি। ছবিতে পুলিশের ভূমিকার দিকটাও যথোপযুক্ত হয়নি। এই সদস্য মনে করেন, ছবিটি ছাড়পত্র পেলেও অনেক জায়গায় রিশুট করা লাগতে পারে। তারপরও এখন সেন্সর বোর্ডের চেয়ারম্যান সাহেব দেখবেন, তারপর সিদ্ধান্ত হবে।’

সেন্সর হয়নি, আটকে যেতে পারে ‘বর্ডার’
এদিকে ছবিটি সেন্সরে আটকে যাওয়ার খবর পেয়েছেন ছবির পরিচালক সৈকত নাসির। তিনি বলেন, ‘সোমবার ছবিটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখেছেন। তাঁরা সিদ্ধান্ত দেননি। সেন্সর বোর্ডের একজন সদস্য আমাকে জানিয়েছেন, কিছু সমস্যা আছে ছবিতে। শুনেছি, এখন চেয়ারম্যান ছবিটি দেখবেন, তারপর সিদ্ধান্ত হবে।’

শোনা যাচ্ছে, বড় অংশ সংশোধন করতে হতে পারে, এ ব্যাপারে এই পরিচালক বলেন, ‘আমাকে তো এখনো অফিশিয়ালি কোনো কিছু জানানো হয়নি। কিছু সমস্যার কথা সেন্সর বোর্ডের একজন সদস্যের কাছ থেকে শুনেছি। এখন কী কী সমস্যা হয়েছে, তা জানতে পারলে ব্যবস্থা নেব।’

এরই মধ্যে ছবিটির প্রথম ঝলক পোস্টার ও টিজার প্রকাশিত হয়েছে। ‘বর্ডার’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এতে অভিনয় করেছেন আশিস খন্দকার, সুমন ফারুক, সানজু জন, অধরা খান, রাশেদ অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসহ অনেকে।


Facebook Boost Service

[প্রিয় পাঠক, আপনিও ভেল্কি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন- [email protected] -এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

Related Post