Digital Marketing Services
cash on delivery

ঈদে শাকিবের দুই ছবি থাকছে, নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী!


Shakib khan
cash on delivery

ঈদ কিংবা অন্যসময়, বাংলা সিনেমা মানেই শাকিব খানের দাপট! এই ঘটনা গত ১৫ বছর ধরে ঘটে আসছে। এমনও ঈদ গেছে, যে ঈদে শাকিব অভিনীত ৪-৫টি সিনেমা মুক্তি পেত! সবগুলোই পেত ব্যবসায়িক সাফল্য।

এখন সিনেমা নির্মাণ ও হল সংখ্যা কমে যাওয়ায় অন্যান্যদের যেখানে ছবিই মুক্তি পাচ্ছে না, সেখানে আসন্ন ঈদে দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের। ‘গলুই’ এবং ‘বিদ্রোহী’ শিরোনামে শাকিবের ছবি দুটি ঈদের মুক্তির প্রহর গুনছে।

সিনেমা হলের মালিকদের চাহিদায় ইতোমধ্যে ছবি দুটির হল বুকিং শুরু হয়েছে। এদিকে, ছবি দুটির অফিশিয়াল পোস্টার প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। দুটো পোস্টারই দর্শকের নজরে এসেছে। পোস্টার বলে দিচ্ছে, শাকিবের এই ছবি দুইটি ছবি দুই ধরনের।

করোনার কারণে অনেকটা মলিন দেশের সিনেমা অঙ্গন। চলচ্চিত্র ব্যবসার সঙ্গে জড়িতদের মতে, লোকসান গুণতে গুণতে তাদের নাভিশ্বাস প্রায়! কোনো ছবি দর্শক দেখছে না! তাই এই মন্দা কাটাতে তারা তাকিয়ে আছেন শাকিব খানের ছবির দিকে।

সিনেমা হল মালিকরা মনে করেন, হলে হলে আবার উপচে পড়া ভিড় এবং দর্শকদের হলমুখী করতে ‘শাকিব ছাড়া উপায় নাই’! সিনেমা হলের মালিকদের প্রত্যাশা, শাকিবের দুটি ছবি দর্শক টানবে। দুটি ছবি টক্কর দিয়ে ঈদে সিনেমা হলে প্রতিদ্বন্দ্বিতা করবে।

‘গলুই’ সরকারি অনুদান প্রাপ্ত ছবি। পরিচালনা করেছেন এস এ হক অলিক। প্রকাশিত পোস্টার প্রসঙ্গে পরিচালক অলিক বলেন, ‘আরও একটি পোস্টার দুদিন পর অনলাইনে প্রকাশ করা হবে।’ শাকিবের সঙ্গে প্রথমবার এতে জুটি বেঁধেছেন পূজা। আরও আছেন আলী রাজ, সুচরিতা, সমু চৌধুরী, আলী রাজ প্রমুখ। গেল অক্টোবর জুড়ে এর শুটিং হয় জামালপুর ও টাঙাইলে।

সম্পূর্ণ মৌলিক গল্প ও আবহমান গ্রাম বাংলার সংস্কৃতিকে উপজীব্য করে নির্মিত হয়েছে ৭০-৮০ দশকের রোমান্টিক গল্পের ছবি ‘গলুই’। ছবিটি মুক্তির আগে জোরেশোরে প্রচারণায় নেমেছেন শাকিব। তিনি পরিবারসহ ঈদে গলুই দেখার আমন্ত্রণ জানান।

শাকিব খানের আরেক ছবি ‘বিদ্রোহী’ নির্মিত হয়েছে বছর তিনেক আগে। একাধিকবার এ ছবির নামও পরিবর্তন করা হয়। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেন শবনম বুবলী। অনেকটা অ্যাকশন ঘরানার এ ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

শাহিন সুমন ছবিটি পরিচালনা করলেও প্রযোজক সেলিম খান পরিচালক নামে ‘বিদ্রোহী’র সেন্সর করিয়েছেন বহু আগেই। শোনা যাচ্ছে, গলুইয়ের সঙ্গে টক্কর দিতে সবচেয়ে বেশি হলে মুক্তি দিতে জোর তৎপরতা চালাচ্ছে ‘বিদ্রোহী’ নির্মাণের সঙ্গে


Facebook Boost Service

[প্রিয় পাঠক, আপনিও ভেল্কি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন- [email protected] -এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

Related Post