Digital Marketing Services
cash on delivery

থাইল্যান্ডে ভাত ও কাঁচা মরিচের জন্য কেন অস্থির ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী


Shobnom Bubly
cash on delivery

প্রথম সিনেমা ‘বসগিরি’ দিয়েই আলোচনায় আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। পাশাপাশি এই সিনেমার গানে সে সময়ের নবাগত অভিনেত্রীর নাচ দর্শকেরা পছন্দ করেছিলেন। সিনেমার ‘দিল দিল’ গানটির কদিন আগে ১০০ মিলিয়ন ভিউ হয়েছে। গানটির এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে গতকাল মঙ্গলবার ফেসবুক লাইভে আসেন এই চিত্রনায়িকা। গানের শুটিংয়ের নানা মুহূর্তের কথা স্মরণ করে এই অভিনেত্রী জানান, গানের শুটিংয়ের ফাঁকে দুপুরের খাবারের সময় ভাত ও কাঁচা মরিচের জন্য অস্থির হয়েছিলেন। সেই সময় নায়িকার জন্য ভাত ও কাঁচা মরিচের ব্যবস্থা করেছিলেন চিত্রনায়ক শাকিব খান।

শুধু দর্শক বা শ্রোতা নন, ‘দিল দিল’ গানের ভক্ত নায়িকা শবনম বুবলীও। গানের লোকেশনগুলো তাঁর ভীষণ পছন্দের ছিল। শুটিং হয়েছিল থাইল্যান্ডে। গানের কোরিওগ্রাফি করেছিলেন আদিল শেখ। শুটিং সময়ের কথা মনে করে বুবলী বলেন, ‘আমার ফিল্ম ক্যারিয়ারে প্রথম “দিল দিল” গানের শুটিংয়ে অংশ নিই। কিছু ড্রেস আমি সঙ্গে নিয়ে গিয়েছিলাম। পরে কিছু কিনেছিলাম। অল্প সময় হলেও প্রস্তুতি নিয়েই গানটির শুটিং করেছিলাম। আমরা সকাল থেকে রাত পর্যন্ত গরমের মধ্যে শুটিং করি। শুটিংয়ের সময় মাঝেমধ্যে জুস, ফ্রুট, এটা-ওটা খাবার আসছিল। লাঞ্চের সময় আমার ক্ষেত্রে মজার ঘটনা ঘটে। স্পেশালি দেশের বাইরে গেলে সেখানকার লোকাল খাবার ট্রাই করি। পাশাপাশি লাঞ্চ বা ডিনারে খাবার হিসেবে ভাতের সঙ্গে কাঁচা মরিচ থাকতেই হয়। থাইল্যান্ডের খাবার খেলাম। ভালো লাগল। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, একটু ভাত খেতে পারলে ভালো হতো। ভাত খেয়ে রেস্ট করে তারপর শুটিং শুরু করব। সেই সময় ভাত ও কাঁচা মরিচের জন্য মনটাও খারাপ ছিল। আমার মন খারাপটা লক্ষ করেন কো-অ্যাক্টর শাকিব খান।’

শৈশব থেকেই বুবলী প্রচণ্ড ঝাল খেতে পছন্দ করেন। বাসায় সেভাবেই তাঁর জন্য রান্না করা হতো। তাঁর খাবারের প্লেটেও ৭/৮টি কাঁচা মরিচ থাকা চাই–ই। তা না হলে যেন খাবার হজম হয় না। শুটিং শুরুর পরও সেই অভ্যাস রয়ে গেছে। শুটিংয়ে গিয়েও খাবারের প্লেটে আগে কাঁচা মরিচ নেন। তাঁর এই ভাত ও কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস আগে থেকেই জানতেন শাকিব খান ও পরিচালকসহ শুটিং ইউনিটের অনেকে। সেই কারণে খাবার সময় বুবলীর মুখ দেখে বিষয়টা বুঝে গিয়েছিলেন শাকিব খান, জানালেন বুবলী। প্রথম আলোকে বুবলী বলেন, ‘শাকিব খান বলেছিলেন, “ম্যাডামের মনে হয় রাইস আর কাঁচা মরিচ লাগবে, না হলে তো পটকা মাছের মতো মুখ ফুলিয়ে রাখবে (হাসি)।” তখন সবাই মিলে হাসছিল। আমার খাবারে ভাত আর কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস আছে। ঘটনাটা শেয়ার করার কারণ, বেশির ভাগ কাজে আসলে কষ্টটাই বেশি থাকে। মজার স্মৃতি কমই থাকে। তবে কষ্টটা সার্থক হয় দর্শকদের ভালোবাসায়।’

কথায় কথায় বুবলী জানালেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন একটা সরব নন তিনি। তেমন একটা ফেসবুক লাইভেও আসা হয় না তাঁর। তবে এবার আড়াল ভেঙে হঠাৎ তাঁর লাইভে আসার কারণ ভক্তদের কাছে কৃতজ্ঞতা জানানো। বুবলী বলেন, ‘দর্শকদের এই ভালোবাসায় আমাদের “বসগিরি” সিনেমাটির সব গান জনপ্রিয় হয়েছে। এখনো সিনেমাটি দর্শক ইউটিউবে দেখছেন। আমার কাছে সব সময়ই মনে হয়েছে, আপনাদের ধন্যবাদ জানানো উচিত। আপনাদের কাছে কৃতজ্ঞ। সিনেমায় আমার নায়ক ছিলেন আমাদের সবার পছন্দের, দুই বাংলার জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। আমাদের জুটিকে পছন্দ করায় সবার কাছে কৃতজ্ঞ। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন।’

‘বসগিরি’ গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। ছবির পরিচালক শামীম আহমেদ।


Facebook Boost Service

[প্রিয় পাঠক, আপনিও ভেল্কি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন- [email protected] -এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

Related Post