বাংলাদেশ দলের ভয়ংকর অভিজ্ঞতা, অসুস্থ ক্রিকেটাররা
দুঃসহ এক স্মৃতির সাক্ষী হয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দ্বিতীয় টেস্টের ভেন্যু সেন্ট লুসিয়া থেকে টি-টোয়েন্টি খেলতে ডমিনিকায় ফেরিতে যান মাহমুদুল্লাহ রিয়াদরা।
এই যাত্রায় ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তারা, কেউ কেউ বমি করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন।
শুরুর দিকে বেশ ভালোভাবেই যাত্রা শুরু করেছিলেন ক্রিকেটাররা, সবাই ছিলেন ফুরফুরে। কিন্তু ঘণ্টাখানেক পরই অসুস্থ হয়ে পড়েন তারা।
সমুদ্রের ৭-১০ ফুট উচ্চতার ঢেউয়ে বেশ কয়েকজন ক্রিকেটারকে ‘মোশন সিকনেসে’ পেয়ে বসে। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার বাকি যাত্রাটা ছিল ভয় ও আতঙ্কের।
যদিও স্বস্তির খবর, ক্রিকেটাররা এখন সুস্থ আছেন। ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন তারা ভালোভাবেই পৌঁছেছেন ডমিনিকায়।
সেখানে পৌঁছে অবশ্য খুব বেশি সময় পাচ্ছেন না ক্রিকেটাররা। ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২ ম্যাচ ডমিনিকাতেই খেলবে বাংলাদেশ দল। প্রথমটি ২ ও দ্বিতীয়টি ৩ জুলাই।


For all latest news, follow The Velkinews Google News channel.