‘কেজিএফ ৩’ নিয়ে নতুন ঘোষণা প্রযোজকদের
বক্স অফিসে ঝড় তোলা ‘কেজিএফ’র দ্বিতীয় কিস্তির পর দর্শকদের চোখ এখন তৃতীয় পর্বের দিকে। কবে আসছে ‘কেজিএফ-৩’, এই নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।
তাই ‘কেজিএফ’-এর প্রযোজকরা পরবর্তী কিস্তি নিয়ে জানিয়েছেন নতুন তথ্য।
প্রযোজক কার্তিক গৌদা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, এখন সবকিছুই জল্পনা। আমাদের সামনে অনেক প্রজেক্ট রয়েছে। সেগুলো নিয়েই ব্যস্ততা, ‘কেজিএফ-৩’ এর শুটিং এখনই শুরু হবে না। শুরু হলেই সবাইকে জানানো হবে।
‘কেজিএফ ৩’ যে খুব শিগগিরই যে আসছে না, সেই বিষয়টি নিশ্চিত করেছেন আরেক প্রযোজক বিজয় কিরাগন্দুর। তিনি জানান, প্রশান্ত নীল ‘সালার’ নিয়ে ব্যস্ত থাকায় এখনই ‘কেজিএফ ৩’-এর শুটিং হচ্ছে না। তবে নভেম্বরের দিকে কেজিএফ-এর ক্যামেরা চালু হতে পারে এবং ২০২৪ সালে এটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে তাদের।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ সিনেমার সিকুয়েল ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। দুটি সিনেমাই নির্মাণ করেছেন প্রশান্ত নীল। মূল চরিত্রে অভিনয় করেছেন কন্নড় সিনেমার সুপারস্টার যশ। দ্বিতীয় পর্বে আরও আছেন সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি, প্রকাশ রাজ প্রমুখ।
সিনেমাটি মুক্তির পর ভারতের সিনেমা অঙ্গনে ঝড় তুলে একইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া ফেলে। পার করেছে ১ হাজার কোটি রুপি আয়ের মাইলফলকও


For all latest news, follow The Velkinews Google News channel.