ছেলের মা হয়েছেন পরীমণি
ছেলের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি, বাবা হলেন অভিনেতা শরিফুল রাজ। বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরীমণি।
জানা যায়, মা ও নবাগত সন্তান দুজনই এখন সুস্থ আছেন।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমণি। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যাসন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্রসন্তান হলে রাজ্য।
২০২১ সালে বছর গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমণির পরিচয় ও প্রেম। পরবর্তী সময়ে তাদের প্রেম গড়ায় পরিণয়ে। গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।


For all latest news, follow The Velkinews Google News channel.