উদীয়মান অর্থনীতির চীন-রাশিয়ার জোট ‘ব্রিকস’-এ যোগ দিতে ইরানের আবেদন
উদীয়মান অর্থনীতির ৫ দেশের জোট ‘ব্রিকস’-এ যোগ দিতে আবেদন করেছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ ইরান।
আজ মঙ্গলবার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত এ জোটের সদস্য হতে ইরান গতকাল আবেদন করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এ জোটে ইরানের সদস্যপদ উভয়পক্ষের জন্য ‘ইতিবাচক’ হবে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা পৃথক এক অনুষ্ঠানে বলেছেন, আর্জেন্টিনাও এই জোটে যোগ দিতে আবেদন করেছিল। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর্জেন্টিনার সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে ইউরোপে সফররত আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফারনান্দেজ কয়েকদিন আগে তার দেশের ব্রিকসে যোগ দেওয়ার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জাখারোভা ব্রিকসে যোগ দেওয়ার জন্য আর্জেন্টিনা ও ইরানের আবেদনের কথা জানান।
প্রতিবেদনে বলা হয়, অনেক দিন থেকেই এশিয়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার সঙ্গে রাশিয়া সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র ও মিত্রদের নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এই প্রচেষ্টা আরও জোরদার করেছে।


For all latest news, follow The Velkinews Google News channel.