Digital Marketing Services

আপনিই পুজোর ভিড়ে নজর কাড়বেন , এখন থেকেই ঘরোয়া কিছু ফেসপ্যাক ব্যবহার করা শুরু করুন


Durga-Puja-use-these-3-homemade-face-pack
cash on delivery

পার্লারে যাওয়ার ফুরসত নেই। অথচ সামনেই পুজো। সাজগোজ তো শুধু প্রসাধনী আর পোশাকে আটকে থাকে না, পুজোয় ত্বকেরও চাই বাড়তি জেল্লা। ত্বকের ঔজ্জ্বল্য ফিরে পেতে বাজারচলতি যে কোনও পণ্যের উপর ভরসা না করে ত্বকের ধরন অনুযায়ী ঘরেই বানিয়ে নিন কিছু ফেসপ্যাক।

কোন কোন ঘরোয়া ফেসপ্যাকে জেল্লা ফিরবে ত্বকের?

পেঁপে, লেবুর রস এবং মধু

পাকা পেঁপে নিয়ে মাঝারি আকারে কেটে কেটে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিন। এর সঙ্গে লেবুর রস এবং মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। সারা মুখে (গলায় ও ঘাড়েও) মেখে নিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন, যাতে ত্বক সতেজ দেখায়।

গ্রিন টি-পুদিনার মাস্ক

গ্রিন টি বানিয়ে নিয়ে তাতে পুদিনা পাতা বাটা ও এক চামচ মধু মিশিয়ে নিন। এই প্যাক মুখে ও হাতে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে রোদে পোড়া দাগছোপ উঠে যাবে। ত্বক নরম ও মসৃণ হবে।

কেশর-মাখানার মাস্ক

অল্প একটু জাফরান দুধে ভিজিয়ে রাখুন। তার সঙ্গে যোগ করুন দু’চামচ মাখানা গুঁড়ো। তিনটি উপকরণ মিশিয়ে মুখে, গলায় এবং ঘাড়ে মাখুন। হালকা হাতে মালিশ করে মিনিট দশেক রেখে ঘরের তাপমাত্রায় থাকা জল দিয়ে ধুয়ে ফেলুন। এক বার মাখার পরেই তফাত বোঝা যাবে। সপ্তাহে এক বার করে প্যাকটি নিয়মিত মাখলেই মুখ থাকবে উজ্জ্বল।

ডিমের ফেসপ্যাক

একটি ডিম ফাটিয়ে নিয়ে ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিন। এ বার ডিমের সাদা অংশে ১ চামচ চিনি, ১টি ভিটামিন-ই ক্যাপসুল ফাটিয়ে চামচ দিয়ে ভাল করে নাড়িয়ে নিন। একটু ঘন হয়ে গেলে মুখে ভাল করে মালিশ করে নিন। মিনিট পনেরো রেখে মুখ ধুয়ে নিন। ত্বক হবে উজ্জ্বল। দাগহীন ত্বক পেতে সপ্তাহে তিন দিন লাগান।


Facebook Boost Service

Tags

[প্রিয় পাঠক, আপনিও ভেল্কি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন- [email protected] -এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

Related Post