যখন দরকার হয়, তখন সাকিবকে পাই না: পাপন
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় চার মাস পর টেস্ট ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিলেন সাকিব আল হাসান। কিন্তু তার ফেরা বিলম্বিত হয়ে গেলো করোনাভাইরাসের আক্রমণে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব।
এটিকে দলের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, এবার শ্রীলঙ্কার বিপক্ষে বড় সুযোগ ছিল বাংলাদেশের সামনে। যেখানে জয়ের জন্য দরকার ছিল সাকিবকে। কিন্তু কপাল খারাপ থাকায় প্রয়োজনের সময় পাওয়া যাচ্ছে না সাকিবকে।
বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আসন্ন সিরিজ নিয়ে কথা বলেন পাপন। সাকিবের অনুপস্থিতির বিষয়ে তিনি বলেছেন, ‘এটা আমাদের কপাল খারাপ। আমরা এখন দোয়া করছি সাকিব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।’
পাপন আরও যোগ করেন, ‘সাকিবের না থাকাটা একটা সমস্যা কিন্তু এখানে কিছু বলার নেই, কিছু করার নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। আমাদের যখন দরকার হয়, তখন আমরা তাকে পাই না। এখন একমাত্র আমরা প্রত্যাশা করতে পারি যে সে সুস্থ হোক।’
সাকিব না থাকলে দলের কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবতে হয় বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টকে। কেননা একাধারে একজন বোলার ও ব্যাটারের অভাব পূরণ করেন সাকিব। এবার তার জায়গায় যে আসবে তার প্রতি আস্থা রাখছেন পাপন। সেই খেলোয়াড় নিজেকে প্রমাণ করতে পারবেন বলে আশা বিসিবি সভাপতির।
তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কা শক্তিশালী দল। এটা তো অস্বীকার করার কিছু নয়। আবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একটা বড় সুযোগও। যেহেতু আমরা টেস্টে দুর্বল। সাকিব না থাকলেও ভালো করার সুযোগ এখনও আছে। সাকিবের জায়গায় যে আসবে সে নিজেকে প্রমাণ করতে পারবে বলেই আশা করছি।’


For all latest news, follow The Velkinews Google News channel.