যুদ্ধবিরতির আহ্বান জানালেন জেলেনস্কি
ইউক্রেনে রুশ সামরিক অভিযানের দ্বিতীয় দিনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আজ শুক্রবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
‘আমরা নিজেরাই ইউক্রেনকে রক্ষা করছি’ উল্লেখ করে প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমের মিত্রদের রুশ হামলা থামাতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি জানিয়েছে, জেলেনস্কি বলেছেন পশ্চিমের দেশগুলো মস্কোর ওপর যে অবরোধ দিচ্ছে তা যথেষ্ট নয়।
তিনি বলেন, বিশ্ব এখনো দূর থেকে দেখছে ইউক্রেনে কী ঘটছে।


For all latest news, follow The Velkinews Google News channel.