প্রদীপকে নেওয়া হচ্ছে কাশিমপুর কারাগারে
মেজর (অব.) সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থেকে তাকে নিয়ে রওনা দেয় প্রিজন ভ্যান।
ভেল্কিনিউজকে এ তথ্য দেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা। তিনি বলেন, আসামির নিরাপত্তায় পুলিশের ১৮ সদস্য বিশিষ্ট একটি দল রয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে অবৈধ সম্পদ অর্জনের মামলায় প্রদীপ কুমার দাশকে হাজির করা হয়। এর আগে আদালতে হাজির করার জন্য প্রদীপ কুমার দাশকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে কনডেম সেলে রাখা হচ্ছে।


For all latest news, follow The Velkinews Google News channel.