যেভাবে চুলের যত্ন নেন মালাইকা অরোরা
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীরা যেসব সমস্যার সম্মুখীন হন সেসবের মধ্যে চুলের সমস্যা অন্যতম। ত্বকের উজ্জ্বলতা কমার পাশাপাশি চুল ঝরে পড়া ও পাতলা হয়ে যেতে থাকে অনেক নারীর।
সদ্য পঞ্চাশের ঘর পেরিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা। তবে তাকে দেখলে তা বুঝার উপার নেই। নিজেকে ফিট রাখতে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করেন তিনি। আর চুলের যত্নে তিনি পুরোপুরি নির্ভর করেন ঘরোয়া পদ্ধতিতে বানানো তেল ও মাস্কের ওপর।
চলুক আজকে জেনে নেওয়া যাক মালাইকার সেই তেল ও মাস্ক তৈরির উপকরণ ও পদ্ধতি সম্পর্কে।
কী কী লাগে সেই তেল বানাতে?
· একটি পাত্রে সমপরিমাণে নারকেল তেল, অলিভ অয়েল এবং ক্যাস্টর অয়েল নিন।
· এর মধ্যে এক মুঠো মেথি এবং কারিপাতা দিয়ে দিন।
· ভুলেও আগুনের আঁচে এই মিশ্রণ ফোটাতে যাবেন না। শিশির মুখ বন্ধ করে রেখে দিন বেশ কয়েকটি দিন।
· কিন্তু মাখার আগে অবশ্যই এটি গরম করে নিতে হবে। গোসলের আধ ঘণ্টা আগে মাথায় মেখে রাখতে পারেন। তার পর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
নতুন চুল গজানোর জন্য বাড়িতেই বিশেষ এক ধরনের মাস্ক তৈরি করেন মালাইকা।
কী কী লাগে সেই মাস্ক তৈরি করতে?
· প্রথমে একটি পেঁয়াজ গ্রেট করে তা থেকে রস বার করে নিন।
· এ বার তুলোয় করে সেই রস নিয়ে পুরো মাথার ত্বকে মেখে ফেলুন।
· আধ ঘণ্টা রেখে দিন। তার পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। মাথা থেকে পেঁয়াজের গন্ধ দূর করতে হলে পানিতে সামান্য ভিনিগার মিশিয়ে চুল ধুয়েও ফেলতে পারেন।


For all latest news, follow The Velkinews Google News channel.