ঢাকা চকবাজার পলিথিন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
 
                                                                                                              
                                                    রাজধানীর চকবাজারে দেবীদ্বারঘাট এলাকার একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার এসব তথ্য জানান।
তিনি জানান, বেলা ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এর ৯ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নির্বাপনের কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়। সবশেষ সেখানে নিয়ন্ত্রণে কাজ করছে ১০টি ইউনিট।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
 
                           
                                                                                                          
                                                     
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													

 For all latest news, follow The Velkinews Google News channel.
For all latest news, follow The Velkinews Google News channel.