ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার।
সোমবার ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচলের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
রোববার (২৬ জুন) তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণী থেকে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। রোববার ভোর ৬টা থেকে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
রোববার সারাদিন হাজারো মোটরসাইকেল পদ্মা সেতু দিয়ে চলাচল করেছে। অতিরিক্ত মোটরসাইকেলের চাপে সেতুর টোল প্লাজার আগেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়।


For all latest news, follow The Velkinews Google News channel.