সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুবার্ষিকী আজ
সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রথম মৃত্যুবার্ষিকী ২৭ সেপ্টেম্বর। গত বছরের এই দিনে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান।
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা মাহবুবে আলম ২০০৯ সালের ১৩ জানুয়ারিতে দেশের ১৫তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।
মাহবুবে আলমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের উদ্যোগে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ভার্চুয়াল এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া মাহবুবে আলমের পরিবারের পক্ষ থেকে এতিমখানায় খাবার বিতরণ ও দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।


For all latest news, follow The Velkinews Google News channel.