বিধানসভা নির্বাচন : কোন তারকা কত ভোট পেলেন
করোনাভাইরাসের তাণ্ডবের মধ্যেই শেষ হলো ভারতের বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনে অংশ নেন বিনোদন জগতের একঝাঁক তারকা। রুপালি পর্দা ছেড়ে রাজনীতির জগতে পা রাখতেই অনেকে পেয়ে যান নীলবাড়ির লড়াইয়ের টিকিট। তা নিয়ে অনেক ক্ষেত্রে জেলা বা স্থানীয় স্তরের কর্মী-সমর্থকদের ক্ষোভের মুখেও পড়েছেন দলীয় নেতৃত্ব।


For all latest news, follow The Velkinews Google News channel.